নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরের রায়পুরে অনুমতি ছাড়াই জেলা পরিষদের একটি শতবর্ষী গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে জনৈক সামছুল আলম নামের এক ব্যাক্তির বিরুদ্ধে ।তিনি রায়পুর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জুবায়ের আল ইয়াছিন এর বাবা।
আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, উপজেলার নতুন বাজার এলাকার শহিদ মিনারের পাশে তার বাসভবনের সৌন্দর্য বর্ধনের জন্য সামনের এ গাছটি ৯৫ ভাগ কাটে ফেলা হয়।।
অভিযুক্ত সামছুল আলম বলেন,রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিয়ে গাছটি কাটা হয়েছে ।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খান বলেন, বৈদ্যুতিক তারের জন্যে গাছটি ঝুঁকিপূর্ণ হওয়ায় অনুমতি চেয়ে আবেদনের প্রেক্ষিতে কয়েকটি ঢাল-পালা কাটার অনুমতি দেয়া হয়।
লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজা-ই রাফিন সরকার বলেন, এ বিষয়েআ মরা অবগত নই, তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে।
কমেন্ট করুন