1. shahalom.socio@gmail.com : admin :
  2. smds69@gmail.com : কারেন্ট নিউজ : কারেন্ট নিউজ
বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন

জমি নিয়ে বিরোধ : রায়পুরে যুবলীগ নেতার স্ত্রী আহত

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ১৬০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরের রায়পুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সোনাপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ওসমান গনি পাটোয়ারীর স্ত্রীকে মেরে রক্তাক্ত করেছে হামলাকারীরা।

আজ শুক্রবার (০৪ জুন) সকালে রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

এলাকাবাসী জানায়, একই গ্রামের শাহাজাহানের ছেলে আকবর হোসেন হিমেল (৩৫) রায়হান (৩২) ও মহিউদ্দিন (২৮) মিঠুদের সাথে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমিতে শাহজাহান ও তার ছেলেরা মিলে সীমানা প্রাচীর নির্মান করতে গেলে গনি পাটোয়ারীর স্ত্রী হোসনেয়ারা বেগম (৩৫) বাধা দেয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রতিপক্ষের অতর্কিত হামলায় মাথা ফেটে মাটিতে লুটে পড়ে হোসনেয়ারা বেগম। খবর পেয়ে তার স্বামী ওসমান গনি এলাকাবাসীর সহযোগিতায় তার স্ত্রীকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

বিষয়টি নিয়ে অভিযুক্ত শাহজাহান ও তার ছেলেদের সাথে মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল জলিল জানান, জমিজমা সংক্রান্ত বিরোধে মারামারির খবর পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
Theme Customized By BreakingNews