রামগঞ্জ সংবাদদাতাঃ
হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) চাউল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে ডিলার আবুল কাশেমের বিরুদ্ধে।
অভিযোগের ভিত্তিতে গোপনে কয়েক বাড়িতে অভিযান চালিয়ে ৭ বস্তা চাউল জব্দ করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।
শুক্রবার বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
চন্ডিপুর ইউনিয়ন চেয়ারম্যান কামাল হোসেন জানান, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় এ ইউনিয়নের ৭শ’ ১৫ জন কার্ডধারি হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে প্রতি জনের কাছে ৩০ কেজি চাউল বিতরণ করার কথা। ডিলার আবুল কাশেম চাউল দরিদ্রদের কাছে বিক্রয় না করে বেশি দামে বস্তা আকারে কয়েকজনের কাছে বিক্রয় করে দেয়।
এনএসআই উপ-পরিচালক মানিক চন্দ্র দে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কয়েকটি বাড়ি থেকে ৭ বস্তা চাউল জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি ।
কমেন্ট করুন