1. shahalom.socio@gmail.com : admin :
  2. smds69@gmail.com : কারেন্ট নিউজ : কারেন্ট নিউজ
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:২৪ অপরাহ্ন

রামগঞ্জে টিসিবি ও খাদ্যবান্ধব ডিলার থেকে অনৈতিক ভাবে টাকা আদায়ের অভিযোগ

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নে টিসিবি ও খাদ্যবান্ধন কর্মসুচির ডিলারকে নানা ভয়-ভীতি দেখিয়ে ১৬ হাজার টাকা ও ৩ বস্তা চাল নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সৃষ্ট ঘটনায়  বিএনপির নেতা-কর্মীদের মাঝে চরম ক্ষোভ এবং উত্তেজনা বিরাজ করছে ।বিভিন্ন সুত্র জানায়,গত বুধবার (১০অক্টোবর) লামচর ইউনিযনের (মিয়া হোসেন মার্কেট এলাকায় মেসার্স সাজিদ ট্রেডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের টিসিবির পণ্য বিক্রি করে।
এ সময় জনৈক কবির ,আলামগীর শাহাদাত, স্বপন  প্রভাব খাটিয়ে ৩ বস্তা পণ্য কেড়ে নিয়ে ডিলারের কাছ থেকে মোটা অংকের টাকা দাবি করেন বলে অভিযোগ  পাওয়া যায়। ডিলার টাকা দিতে অস্বীকার করলে লাইসেন্স বাতিল করাসহ নানা হুমকি দেয় তারা।

লামচর ইউপি বিএনপির সহ-সভাপতি খোরশেদ পাটোয়ারীসহ কয়েকজন দলীয় নেতা-কর্মী বলেন,টিসিবি ডিলার আক্তার হোসেন এর কাছ জনৈক ওবায়েদ উল্যাহ এর মাধ্যমে ৭ সদস্যের কমিটি টাকা আদায় করছে। শনিবার ( ১২ অক্টোর) সন্ধ্যায় এ বিষয় নিয়ে জামায়াত নেতা শাহ আলমের ভাই পানপাড়া বাজারে প্রকাশ্যে প্রতিবাদ করেছে। টিসিবি ডিলার আক্তার হোসেনের সাথে যোগাযোগ করলে টাকা ও চাল নেওয়ার বিষয়টি নিশ্চিত করলেও কারা নিয়ে তা বলতে অপারগতা প্রকাশ করে। লামচর ইউপি বিএনপির সাবেক সাধারন সম্পাদক কবির ভাট বলেন, বিগত সরকার আমলে দলীয় ভাবে টিসিবি ডিলার দেওয়া হয়েছে,ফলে ওই ডিলার পন্যগুলো সুসম বন্টন করতে উপজেলা নেতাদের সাথে যোগাযোগ করে ৭সদস্যের কমিটি দেওয়া হয়েছে। ডিলার আক্তার ওই ৭জনকে খাওয়া-ধাওয়া বাবত কিছু সম্মানি দিয়েছে। বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ টাকা নেয়নি। যদি কেউ তা করে তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। লামচর বিএনপির সাধারন সম্পাদক জাফর ভুইয়া বলেন,ডিলার থেকে টাকা নেওয়ার কথা দলীয় নেতা-কর্মীদের মাধ্যমে শুনেছি।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
Theme Customized By BreakingNews