নিজস্ব প্রতিবেদকঃ রায়পুর উপজেলাধীন চরমোহনা ইউনিয়নে প্রবাসীর বসতঘরে দূধর্ষ চুরি সংঘটিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত সোমবার আনুমানিক রাত ২ ঘটিকার সময় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলাধীন চরমোহনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ আলী রাজা বেপারি বাড়িতে এ চুরি সংঘটিত হয়।
প্রবাসীর স্ত্রী নারগিস আক্তার জানান, আব্দুস সাত্তার নামে এক ব্যক্তির সাথে দীর্ঘদিন ধরে তাদের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তারই সূত্র ধরে গেল কয়েকবছর ধরে পুকুরে বিষ ঢেলে মাছ মারা, বাহিরের পাক ঘর পুড়িয়ে দেয়া এবং সর্বশেষ ঘরে চুরিও করিয়েছেন তিনি।
আগের দু’টি ঘটনায় তিনি সরাসরি জড়িত থাকলেও এবারের ডাকাতির ঘটনার সময় তিনি প্রবাসে বসেই অন্য মানুষ দিয়ে ঘটিয়েছেন দুর্ঘটনা।
নারগিস আক্তার আরো জানান, আমাদের বাড়ির ছাদের পাশের গাছ বেয়ে রাতের আঁধারে ৪/৫ জন ছাদে উঠে সিঁড়ির রুমের দরজা ভেঙে বাসায় প্রবেশ করে আমার হাত- বেঁধে ঘরে থাকা প্রায় ১৫ ভরি স্বর্ণ ও নগদ ৫ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
উল্লেখ থাকে যে,
এ ঘটনায় আতঙ্কিত হয়ে নারগিস আক্তার শারীরিকভাবে ভেঙে পড়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কমেন্ট করুন