নিজস্ব প্রতিবেদকঃ সংগঠনকে গতিশীল করতে অতি সম্প্রতি উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে লক্ষ্মীপুরের রায়পুরে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার সকালে শ্রী শ্রী রাধার মদন মোহন জিউর মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের রায়পুর শাখার আহবায়ক সুকান্ত মজুমদার, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি রাজ বিজয় চক্রবর্তী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জুটন কুরী।
রায়পুর উপজেলা শাখার সদস্য সচিব পলাশ মজুমদার এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর সভাপতি দিলীপ বনিক, সাধারণ সম্পাদক সাংবাদিক শংকর মজুমদার, পৌরশাখার সভাপতি মাষ্টার উত্তম রায়, সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ। সংগঠনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ( রায়পুর উপজেলার দায়িত্ব প্রাপ্ত) শুভ কুমার নাথ আগামী সম্মেলন সফল করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
এ সময় অন্যান্যদের মধ্যে জেলা কমিটির নেতা রাম দাস, বাপন চন্দ্র মালাকার, রায়পুর উপজেলা শাখার সাবেক আহবায়ক সাংবাদিক প্রদীপ কুমার রায়, সাধারণ সম্পাদক সুদেব কুরী, সাংগঠনিক সম্পাদক রুপম সাহা, অভি সাহা সঞ্জয়, জীবন কুরী, অমল রায়, রাজিব বনিক, শুভ কর্মকার, গৌতম কর্সমকার, রুপক চক্রবর্তী, সীমান্ত লিটন দাস, শিপক দেবনাথ, লিপিটন দেবনাথ, শ্যমল শীল, মিন্টু দাস, রাজন সাহা, সুদেব দাস, সহ সংগঠনের উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ এবং ইউনিয়ন কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সর্বসম্মতিক্রমে আগামী ১ জুলাই সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
কমেন্ট করুন