নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন রায়পুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাটকে বিজয়ী করার লক্ষ্যে সর্বোচ্চ ভূমিকা রেখে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেছেন রায়পুর পৌর আওয়ামীলীগ এর আহবায়ক কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ্।
আজ বুধবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে রায়পুর পৌর আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ ও রায়পুর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের নির্দেশনায় পৌরসভার প্রতিটি ওয়ার্ডে সুসংগঠিত কমিটির নেতাকর্মীদের সাথে নিয়ে একযোগে প্রচার প্রচারণা ও ব্যাপক গণসংযোগ করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন এ সময়।
তিনি আরও বলেন, আমাদের প্রার্থী জননেত্রী শেখ হাসিনার প্রার্থী। আমাদের প্রার্থী, নৌকা মার্কার প্রার্থী। আমাদের এই প্রার্থীকে বিজয়ী করতে আমরা উপজেলা ও পৌর আওয়ামীলীগ বদ্ধ পরিকর। কোন মহলের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য পৌরবাসীর প্রতি অনুরোধ জানান তিনি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, , সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান । যুবলীগ নেতা বায়েজিদ ভূঁইয়া প্রমূখ।
উল্লেখ্য, চলতি মাসের ২৮ তারিখ রোজ রবিবার ৫ম ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে রায়পুর পৌরসভা নির্বাচন।
উক্ত নির্বাচনে ০৭জন মেয়র প্রার্থী, ৫৬জন কাউন্সিলর প্রার্থী ও ০৭জন সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কমেন্ট করুন