নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরের রায়পুরে দীর্ঘদিন থেকে অনুমোদনহীনভাবে যত্রতত্র পেট্রোলিয়ামজাত দাহ্য পণ্য বিক্রয় করে আসছে কিছু অসাধু ব্যাবসায়ীগণ।
আজ (২১সেপ্টেম্বর) দুপুরে
তা বন্ধপূর্বক ভোক্তা অধিকার সংরক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
রায়পুর উপজেলার উদমারা এলাকায় এবং হায়দরগন্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন রায়পুর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী।
এ সময় লাইসেন্স ছাড়া বিপদজনক পরিবেশে পেট্রোলিয়ামজাত দাহ্য বস্তু রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর অধীনে ০৬টি মামলায় মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে সূত্রে জানা যায়।
কমেন্ট করুন