নিজস্ব প্রতিবেদকঃ
বিশ্বব্যাপী করোনা মহামারী ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায় দিনমজুর হতদরিদ্র ৫’শতাধিক পরিবারের মাঝে রায়পুর উপজেলা যুবলীগের পক্ষ থেকে পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, সেমাই, চিনি, মুড়িসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ (৮ মে) শনিবার বিকেলে রাখালিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে রায়পুর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মামুন বিন জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি একেএম সালাউদ্দীন টিপু, বিশেষ অতিথি হিসেবে ছিলেন রায়পুর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক কৌশিক সোহেল, তারেক আজিজ জনি, জহির পাটোয়ারী, শওকত ভূঁইয়া।রায়পুর পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হোসেন সর্দার, আকরাম হোসেন রুপক, রায়পুর পৌরসভার কাউন্সিলর রুবেল প্রধানীয়া, সোনাপুর ইউনিয়ন আওয়ামিলীগ এর সভাপতি আব্বাস উদ্দিন, সাধারণ সম্পাদক আক্তার হোসেন প্রমূখ।
কমেন্ট করুন