নিজস্ব প্রতিবেদকঃদেশে করোনা ভাইরাসের চলমান সংকটে লক্ষ্মীপুরের রায়পুরে ঘর বন্দী পৌর ৩ নং ওয়ার্ডের শতাধিক অসহায় পরিবারের জন্য ‘ভালবাসার উপহার’ সামগ্রী দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন সাবেক ছাত্রনেতা আরিফ হোসেন।
আজ শুক্রবার (১৫ মে) জুমার নামাজ শেষে প্রথম দফায় বিতরন শেষ হয়।
রায়পুর উপজেলা সড়কের স্বনামধন্য ব্যাবসা প্রতিষ্ঠান লাকি মেডিকেল হল এর স্বত্বাধিকারী ও পৌর ৩নং ওয়ার্ড এর স্হায়ী বাসিন্দা। খোকন ডাক্তার এর ছেলে আরিফ। ইতিপূর্বে সে পৌর ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন ।
বর্তমানে বাহরাইন প্রবাসী আরিফ মুঠোফোনে জানান, রায়পুর পৌর ৩নং ওয়ার্ডের একটি সম্ভ্রান্ত পরিবারের জন্ম আমার। এলাকার সন্তান হিসেবে এই দুঃসময়ে ওয়ার্ডবাসীর প্রতি আমার কিছু করা কর্তব্য মনে করেছি। মহান পাক রাব্বুল আলামিন যেন তা কবুল করে নেন। এ সময় সকলের নিকট দোয়া চেয়েছেন তিনি।
কমেন্ট করুন