লক্ষ্মীপুর সংবাদদাতাঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কৃষকের ধান কেটে দিয়ে কর্মসূচীর উদ্বোধন করলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। এসময় সামাজিক দুরুত্ব বজায় রেখে তিনিসহ অন্যান্য নেতৃবৃন্দ অসহায় কৃষকের ১ একর জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেন।
কোভিড-১৯ করোনা ভাইরাসের কারণে সারাদেশের মানুষ গৃহবন্ধী হয়ে পড়েছে। এসময় কৃষকের সোনালী ধান কেটে দেওয়ার শ্রমিকের অভাবে ধান কাটা যাচ্ছেনা। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশমতে দেশের রাজনৈতিক নেতৃবৃন্দকে কৃষকের ধান কেটে দেওয়ার জন্য বলা হয়। তারই অংশ হিসেবে জেলা কৃষকলীগের উদ্যোগে চন্দ্রগঞ্জের মান্দারীতে কৃষকের ধান কেটে দেওয়া হয়।
সোমবার (২৭ এপ্রিল) জেলা কৃষকলীগের উদ্যোগে কৃষকের ধান কাটা কর্মসূচীর উদ্বোধন শেষে ধান কাটায় অংশগ্রহণ করেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো: হিজবুল বাহার রানা, সদর থানা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আদনান চৌধুরীসহ জেলা ও চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এসময় এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন বলেন, দেশে মহামারী করোনা ভাইরাসের কারণে মানুষ সরকারের নির্দেশনা অনুযায়ী ঘরে আছে। এসময় আমাদের দেশের প্রাণ কৃষকের সোনালী ধানও পাকছে। শ্রমিকের অভাবে তারা ধান কাটতে পারছেনা। তাই দেশের খাদ্য এই ধান কেটে দেওয়ার জন্য নেতাকর্মীদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা মোতাবেক কৃষকের ধান স্বশ্রমে কেটে দিচ্ছে আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় তিনি করোনা সচেতনতায় মানুষকে সামাজিক দুরুত্ব বজায় রাখতে ও ঘরে থাকার পরামর্শ দেন।
জেলা কৃষকলীগের উদ্যোগে জেলার অন্যান্য উপজেলায়ও কৃষকের ধান কাটা কর্মসূচী অব্যাহত আছে বলে জানান জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো: হিজবুল বাহার রানা।
কমেন্ট করুন