তাপস সাহাঃ
কৃষকের ক্ষেতের ধান কেটে ঘরে তুলে দিল লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ। এতে তিন একর জমির বরো ধান নষ্ট হওয়া থেকে রক্ষা পেল । আজ সোমবার সকালে লক্ষ্মীপুর বাইশমারা এলাকায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রলীগ সভাপতি শাহাদাত হোসেন শরিফ জানান, গতকাল কৃষক ফোন করে বলে তার ৩ একর জমির বরো ধান শ্রমিকির অভাবে কাটতে পারছে না। ২/১ দিনের মধ্যে না কাটলে বৃষ্টির পানিতে পাকা ধান নষ্ট হয়ে যাবে। তাই আমরা আজ ছাত্রলীগের উদ্দ্যোগে কৃষকের ধান কেটে দিলাম। কৃষক জানান, গত ২ দিনের বৃষ্টিতে ক্ষেতে পানি জমে গেছে। এখনই ধান কাটতে না পারলে পাকা ধান নষ্ট হয়ে যাবে। এদিকে শ্রমিকও পাচ্ছিনা। ছাত্রলীগকে ফোন করা মাত্রই তারা এসে ধান কেটে দিল।
কমেন্ট করুন