লক্ষ্মীপুর জেলা সংবাদদাতাঃ
লক্ষ্মীপুরে একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজসহ মোঃ জাকির হোসেন(২১) ও মোঃ রাসেল প্রকাশ কালা রাসেল নামের দুই অস্ত্র ব্যাবসায়ী’কে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ( ডিবি) ।
বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ এর পরিদর্শক মোঃ মোজাম্মেল হোসেন ও সহকারী পরিদর্শক মোঃ মকবুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ চন্দ্রগঞ্জ থানাধীন লক্ষ্মীপুরের হাজীরপাড়া ও চন্দ্রগঞ্জ ইউপি এলাকায় পৃথক অভিযানে আসামীদের আটক করে। আসামী রাসেলের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে বলে জানা যায় । এছাড়া ও তারা দীর্ঘদিন থেকে অস্ত্র ও মাদক ব্যাবসা চালিয়ে আসছে বলে জনশ্রুতি রয়েছে।
কমেন্ট করুন