লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরে করোনা সংকটে লকডাউনের মাঝে গৃহবন্দী কর্মহীন বিভিন্ন শ্রেনি পেশার মানুষের পরিবারে বিনামূল্যে সবজি বিতরণ করেছে জেলা যুবলীগ সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু।
সোমবার সকালে পৌর শহরের শাঁখারিপাড়া এলাকায় প্রায় দুই হাজার পরিবারের মাঝে এসব সবজি বিতরণ করা হয়। এ সময় অনান্যদের মধ্যে জেলা ছাত্র যুব ঐক্য পরিষদ সভাপতি শিমূল সাহা উপস্থিত ছিলেন
পর্যায়ক্রমে পৌর শহরের প্রতিটি ওয়ার্ডে বিনামূল্যে সবজি বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এর আগে ৫০% ছাড়ে সবজি বিক্রি করা হলেও পরবর্তীতে বিনামূল্যে তা বিতরণ করেন জেলা যুবলীগ।
কমেন্ট করুন