নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরে দ্রুতগামী বালু বাহী পিকআপ ভ্যানের চাপায় নাইম নামের ১০ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। স্থানীয়রা ঘাতক পিকআপ ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।
আজ (২ জুন) দুপুরে সদর উপজেলার টুমচর গ্রামের ইলির গোজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু নাইম একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও লক্ষ্মীপুর আল মুহিন ইসলামী একাডেমীর নূরানী বিভাগের ছাত্র।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
কমেন্ট করুন