লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
করোনা পরিস্থিতি লক্ষ্মীপুরে সেনাবাহিনীর ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা সেবা পাচ্ছে সাধারণ মানুষ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর থেকে বিকাল পর্যন্ত জেলা শহরের চকবাজার ও রামগঞ্জ শহরে দুই শতাধিক মানুষের চিকিৎসা সেবা (ব্যবস্থাপত্রসহ ঔষধ) দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা ক্যান্টনম্যান্টের ক্যাপ্টেন রাহাত খান ও সেনা চিকিৎসক ক্যাপ্টেন সাকিব।
সেনা চিকিৎসক ক্যাপ্টেন সাকিব জানান, লকডাউনে সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রতিদিনই সেনাবাহিনীর এ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া ত্রাণ সহযোগিতা ও জন সচেতনতা কার্যক্রম চলবে বলে জানান এ কর্মকর্তা।
কমেন্ট করুন