লক্ষ্মীপুর প্রতিনিধিঃ মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বব্যাপী মানুষ কর্মহীন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব কর্মহীন দুঃস্থ্য ও অসহায় মানুষের মুখে খাবার তুলে দিতে লক্ষ্মীপুর জেলা পরিষদ ১ম ধাপে জেলা ব্যাপী ১০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার উদ্দ্যোগ নেয়।
বৃহস্পতিবার রায়পুর উপজেলার ৮টি ও সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের ১২০০ জনগনের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়েছে।
রায়পুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট মারুফ বিন জাকারিয়ার সঞ্চালনায় বাসাবাড়ি ও হায়দরগঞ্জ বাজারে এসব বিতরন করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান কন্ট্রাকক্টর, জেলা আওয়ামী লীগের সম্পাদক এড. নূরউদ্দিন চৌধুরী নয়ন, রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, পৌর মেয়র হাজী ইসমাইল খোকন, জেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ভূলু, এড.মান্না, জেলা পরিষদের সদস্য, এ বি এম ইয়াহিয়া বিন জাকারিয়া মামুন, মঞ্জুর হোসেন সুমন, তাহমিনা আক্তার প্রমূখ।
কমেন্ট করুন