লক্ষ্মীপুর প্রতিনিধিঃ পবিত্র রমযান উপলক্ষে এবং করোনা ভাইরাসে সৃষ্ট পরিস্থিতির কারনে কর্মহীন হয়ে পড়া জেলা ট্যাঙ্কলরী শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
গতকাল শনিবার সকালে জেলা আউটার ষ্টেডিয়াম মাঠে ৫৪ জন শ্রমিকের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের কুমিল্লা জোনের নেতৃবৃন্দ বলেন, বর্তমান পরিস্থিতিতে শ্রমিকদের কথা বিবেচনা করে জেলা প্রশাসকের নিকট প্রধানমন্ত্রীর উপহার পাওয়ার জন্য আবেদন করি। আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসনের কর্মকর্তারা এই ত্রান সামগ্রী বিতরন করেন।
কমেন্ট করুন