নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরের রায়পুরে বাবুরহাট বাজারে মা জননী ইলেকট্রনিক এন্ড হার্ডওয়্যার নামের একটি ব্যাবসা প্রতিষ্ঠানের মালামাল ভস্মীভূত হয়েছে।
আজ সোমবার (১১ মে) রাত ৯ টায় এ ঘটনায় পাশ্ববর্তী মায়ের দোয়া লাইব্রেরি এন্ড ষ্টেশনারী নামের অপর একটি ব্যাবসা প্রতিষ্ঠানও আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় দোকান মালিক গিয়াস উদ্দিন আখন।
রায়পুর ফায়ার সার্ভিস এর স্টেশন ইনচার্জ নজরুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দল দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
কমেন্ট করুন