1. shahalom.socio@gmail.com : admin :
  2. smds69@gmail.com : কারেন্ট নিউজ : কারেন্ট নিউজ
বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন

কেন্দ্রীয় তাঁতী লীগের সদস্য হলেন শাহনাজ প্রধান

  • আপডেট করা হয়েছে সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ১৮৩৩ বার পড়া হয়েছে

সুকান্ত মজুমদারঃ
একজন শাহনাজ প্রধান, সারা বাংলাদেশে তাঁতী কন্যা হিসেবে সমাধিক সমাদৃৃত। প্রজন্ম থেকে প্রজন্ম সারাদেশের তাঁতীদের সুখে দুঃখের সাথী হয়ে রয়েছেন আজন্ম। এবার বাংলাদেশ তাঁতী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হয়েছেন তিনি । এদিকে রাজনৈতিক পথচলায় সাধুবাদ জানিয়ে সারাদেশের তাঁতী লীগ নেতাকর্মীদের অভিনন্দন বার্তায় সামাজিক যোগাযোগ মাধ্যম সরব রয়েছে।

দেশে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে লেখাপড়া শেষে দেশে ফিরে মানবতার কল্যাণে কাজ করে চলেছেন আপাদমস্তক মানবতার সেবক।
বিভিন্ন সাহিত্য, সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া ও মানবাধিকার সংগঠনের সাথে সম্পৃক্ততায় জন্মস্থান মাধবদীতে “প্রিন্সেস অফ মাধবদী ” উপাধিতে ভূষিত হয়েছেন।
এছাড়াও একজন প্রতিশ্রুতিশীল লেখিকা হিসেবে তিনার যেসব লেখা প্রকাশিত হয়েছে তা ইতোমধ্যেই পাঠকের কাছে সমাদৃত হয়েছে।

বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সুযোগ্য সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার শওকত আলী তনয়া শাহনাজ প্রধান এর আগে পদ পদবী গ্রহন না করলেও রাজনৈতিক চর্চায় অংশগ্রহণ করে চলেছেন সুদীর্ঘকাল থেকেই। মানবসেবায় সরাসরি সম্পৃক্ত হতে চান বাবার দেখানো পথেই।

অভিমত ব্যক্ত করতে গিয়ে – অন্তরে মননে মুজিব আদর্শে অনুপ্রাণিত এ অকুতোভয় সৈনিক জানিয়েছেন, আমৃত্যু কাজ করে যেতে চান জনসম্পৃক্ত হয়েই।

শাহানাজ প্রধানকে বাংলাদেশ তাঁতীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে এ তথ্য নিশ্চিত করে সংগঠনের সাধারণ সম্পাদক খগেন্দ্র দেবনাথ বলেন,
শাহনাজ প্রধান সুদীর্ঘ সময় বাংলাদেশ তাঁতী লীগের সাংগঠনিক কর্মকাণ্ডে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।
তার (শাহনাজ প্রধান)মেধা, প্রজ্ঞা ও সাংগঠনিক দক্ষতায় তাঁতী লীগ সমৃদ্ধ হবে বলে দৃঢ় আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
Theme Customized By BreakingNews