
নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরের রামগতিতে ৬ কেজি গাঁজাসহ দেলোয়ার হোসেন(৩৮) ও জাহিদ হোসেন(২৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে রামগতি থানা পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
জানা যায়, আজ মঙ্গলবার (২৫মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ ইকবাল হোসাইন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজাসহ উপজেলার চর পোড়াগাছা এলাকা থেকে তাদের আটক করে ।
আটক দেলোয়ার চর পোড়াগাছা গ্রামের মান্নান এর ছেলে এবং জাহিদ এর পিতা একই এলাকার মৃত মোতাছির হোসেন।
রামগতি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান জানান, আসামীদ্বয়ের বিরুদ্ধে রামগতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১)এর সারণী ১৯(খ)মূলে মামলা নং-২১, রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কমেন্ট করুন