নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুর রায়পুরের এল,এম,পাইলট মডেল হাই স্কুলের রি,ইউনিয়নের আয়োজনে এক্স স্টুডেন্ট ফোরামের ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
গত (২৬ অক্টোবর) রোজ শনিবার বিকালে ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত রায়পুরের প্রাক্তন ছাত্রদের এক মহামিলন মেলার মধ্যে ঢাকার পান্থপথে ডেপুটিন ইউনির্ভাসিটির হল রুমে এ কমিটির ঘোষণা করা হয়।
এসময় ১৯৭০ সাল থেকে ২০২৪ সালের রায়পুর এল,এম,পাইলট মডেল হাই স্কুলের বিভিন্ন শ্রেণী পেশার প্রাক্তন ছাত্রদের উপস্থিত হয়ে কুশল বিনিময়ের গুনগুনানিতে ইউনির্ভাসিটির হল রুমটি হয়ে উঠলো এক মহা মিলন মেলায়।
পরে লায়ন এ এইচ এম জহিরুল ইসলামকে সভাপতি হারুনুর রশিদকে সাধারণ সম্পাদক ও হীরাকে কোষাধাক্ষ করে কমিটি ঘোষণা করা হয়।
কমেন্ট করুন