1. [email protected] : admin :
  2. [email protected] : কারেন্ট নিউজ : কারেন্ট নিউজ
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০১:১৬ অপরাহ্ন

লক্ষ্মীপুরে প্রতিমা ভাঙচুর, অগ্নি সংযোগের চেষ্টা

  • আপডেট করা হয়েছে রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ৯০৯ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর সংবাদদাতাঃ

লক্ষ্মীপুর পৌর শহরের ৫নং ওয়ার্ডে মন্দিরের দুটি প্রতিমা ভাঙচুর করেছে দূর্বত্তরা, এসময় প্রতিমার মাথার চুল ও পরিধেয় বস্ত্রে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়।
রোববার (২৬ এপ্রিল) ভোররাতে শহরের শাঁখারীপাড়া এলাকার শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে এ ঘটনা ঘটে।

মন্দির কমিটি সদস্য সমীর সাহা জানান, রাতে দূর্বত্তরা মন্দিরের গ্রীল কেটে ঢুকে কালী মন্দির ও শীতলা মন্দিরের দুইটি প্রতিমা ভাংচুর করে ও অগ্নিসংযোগের চেষ্টা করে। সকালে স্থানীয়রা মন্দিরে গিয়ে বিষয়টি দেখতে পান।
জেলা ছাত্র যুব ঐক্য পরিষদ সভাপতি ও পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক শিমূল সাহা বলেন, বিষয়টি দুঃখ জনক । ইতিপূর্বে এ মন্দিরে চুরির ঘটনায় চোর সনাক্ত হয়নি। এ ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানাই।
খবর পেয়ে লক্ষ্মীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
Theme Customized By BreakingNews