1. shahalom.socio@gmail.com : admin :
  2. smds69@gmail.com : কারেন্ট নিউজ : কারেন্ট নিউজ
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে মানবেতর জীবনযাপন করছে স্বর্ণ কারিগর’রা ; দেখার কেউ নেই

  • আপডেট করা হয়েছে বুধবার, ১৩ মে, ২০২০
  • ১৪২৯ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ   লক্ষ্মীপুরে কর্মহীন হয়ে পড়া স্বর্ন কারিগররা মানবেতর জীবন যাপন করছে। গত ৩ মাস ধরে কর্ম না থাকায় সংসার চালাতে পারছেন না। নিত্যপন্যের দোকানদারও আর বাকী দিতে চায় না। স্বর্ন কারিগর সমিতির নেতৃবৃন্দ জানান, বর্তমান পরিস্থিতে মানুষ ঠিকমত খেতে পায় না। স্বর্ন বানাবে কি ভাবে। আর মানুষ স্বর্ন তৈরী না করলে আমাদের কাজ-কর্মও নাই। ধার দেনা করে কতদিন চলা যায়। আমাদের খবর নেওয়ার কেউ নাই। এই মূহূর্তে সরকার থেকে কোন সহযোগীতা না পেলে কারিগররা বৌ-বাচ্চা নিয়ে মরতে হবে।

সংবাদটি শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন
Theme Customized By BreakingNews